প্রভাত সঙ্গীত
৫৪৪
এ কী তোমারই লীলা তোমারই খেলা
বিরাট হয়েও অণুমাঝে থাকো
রূপাতীত রূপে ভাসাও ভেলা
মনের গহনে স্নিগ্ধ বাতাসে
ফুলের রেণুতে সুনীল আকাশে
কোথায় তুমি নাই ভেবে না দিশা পাই
যে ভাবে তারে করো উতলা
ভালবাসার নাহি সীমা-পরিসীমা
ক্ষুদ্র-বৃহতে দাও গো মহিমা
নাও কোলে তুলি ভেদাভেদ ভুলি
তব কোমল করকমল কৃপা-ঢালা