প্রভাত সঙ্গীত

৫৪৫


তুমি অক্ষর অজর অবিনাশী

তব মধুর অধরে সদা ভরা হাসি

বাধা নাহি মেনে চলো আপন পথে

লীলা মাঝে রত থাকো দিবানিশি (তুমি)


কোন ভেদাভেদ নাই ঘৃণা-অবহেলা নাই

(থাকে) করুণাঘন আঁখি মমতামাধুরী মাখি

আমি তাইতো তোমায় এত ভালোবাসি


কে বা কত পাতকী কিছু না বুঝিতে বাকী

হৃদয়ে অমিয় মাখি তবু সবে আনো ডাকি

তব স্বর্ণিম দ্যুতিতে কালিমা নাশি