প্রভাত সঙ্গীত

৫৪৬


(তুমি) শ্বেত শতদলে স্পন্দিত করে

সৌর সরণে এসেছিলে

মনের মাঝারে ছন্দ জাগায়ে

অরুণ আলোতে হেসেছিলে (তুমি)


কুসুমকলিরা পুলকে ফুটিলো

বিরহী হৃদয় নাচিয়া উঠিলো

মরমী মনের স্পর্শ বুলায়ে

সঙ্গীতে সুর দিয়েছিলে (তুমি)


জড়ের মাঝারে দিলে চেতনতা

প্রসুপ্ত জীবে দিলে প্রাণীনতা

মমতামধুর মোহন হাসিতে

সবারে নিকটে টেনেছিলে (তুমি)