প্রভাত সঙ্গীত
৫৪৭
রুদ্র তোমার উত্তাল তালে
উদ্দাম হলো উদধি-জল
বিশুষ্ক শাখে কলি যে জাগিলো
বিশীর্ণ গাঙে নামিলো ঢল
হারানো হিয়ার মালা ফিরে এলো
হারানো ফুলের ডালা যে ভরিলো
হারানো গানের ছন্দে ও সুরে
দ্যুলোকে দুলিলো মন-কমল
নূতনের বাণী সবাই শুণিলো
নূতন অবনী বিতানে সাজিলো
নূতন কর্মযজ্ঞে পূর্ণ
পলকে পুলকে পৃথ্বীতল