প্রভাত সঙ্গীত

৫৪৯


এসো এসো প্রিয়তম

কঠোর হিয়া মম করো কুসুমসম

জ্বালো আলো নাশো তমঃ

এসো এসো প্রিয়তম


যে ফুল ফোটে নিকো কঠিন শিলা ’পরে

ফুটুক আজি সে কোমল ধরাধারে

যে ফল ফলিল না মরুহৃদয়মাঝে

তাহারে সাজাও শোভন শ্যাম সাজে

লাগাও আমারে মনোমত কাজে

বিনতি জানাই নমো নমঃ


লাগিনি এতদিন তোমার কোন কাজে

সাজিনি তোমার মনোমত সাজে

বুঝিনি তফাৎ কাজে ও অকাজে

আমার সেই ত্রুটি আজিকে ক্ষমো ক্ষমো