প্রভাত সঙ্গীত
৭৮
স্বপনে সে এসেছিলো
স্বপন মাঝেই চলে' গেলো
না বলিয়াই চলে' গেলো
না ডাকিতেই এসেছিলো
হিয়ার মাঝে গোপন কোণে
না বলিতেই বসেছিলো
নিজের হাতে নাড়া দিয়ে
তন্ত্রীতে সুর বাজিয়েছিলো
তুলে' নয়ন মুখের পানে
বলতে সে কী চেয়েছিলো
না-জানি কোন অভিমানে
না জানিয়েই চলে' গেলো
78
Svapane Se esechilo
Svapan májhei cale gelo
Ná baliyái cale gelo
Ná d́ákitei esechilo
Hiyár májhe gopan końe
Ná balitei basechilo
Nijer háte náŕá diye
Tantriite sur bájiyechilo
Tule nayan mukher páne
Balte Se kii ceyechilo
Ná jáni kon abhimáne
Ná jániyei cale gelo